দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে খোদমাধবপুরে অভিযান চালিয়ে যৌথবাহিনী এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম হেরোইন ও নগদ এক লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুলালী বেগম (৫০) দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের খোদমাধবপুর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি আন্তঃজেলা মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে খোদমাধবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুলালী বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫০ গ্রাম হেরোইন ও নগদ এক লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ১৩ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি মতিয়ার রহমান জানান, দুলালী বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে আবারও মাদক পাচার শুরু করেন তিনি। আজ বুধবার দুপুরে আসামিকে আদালতে চালান দেওয়া হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।