রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলটির দাবি, এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, দলীয় কার্যালয়ের সামনে জুলাই চিত্র প্রদর্শনী চলাকালে হঠাৎ স্ক্রিনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রদর্শনী পরিচালনার দায়িত্বে থাকা একজন আহত হন। বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনসিপি জানিয়েছে, হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে দলটির সদস্য সচিব আখতার হোসেন ফেসবুক লাইভে হামলার অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি প্রদর্শনীতে ব্যবহৃত গাড়িতে হামলারও অভিযোগ করেন।
এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, “এ ধরনের বিস্ফোরণের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।”
এনসিপি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।