দীর্ঘ প্রায় ১৭ বছর দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষার আলী পদত্যাগ করেছেন। চমকপ্রদভাবে তিনি পদত্যাগের আগে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘পবিত্র’ ও ‘পাপমুক্ত’ করার ঘোষণা দেন।
পদত্যাগকারী মোহাম্মদ তুষার আলী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (২২ নভেম্বর) জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে।
তুষার আলী বলেন, দীর্ঘকাল ধরে দলের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবে বর্তমান সময়ে তাকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি। তিনি জানান, দলের প্রতি তার নিষ্ঠা থাকা সত্ত্বেও এতদিনের পরিশ্রমের কোনো মূল্যায়ন না হওয়ায় তিনি গভীরভাবে ব্যথিত।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘আমি মনে করি এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে। তাই আমি বিএনপির রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র ও মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।’’
জগন্নাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, ‘‘তুষার আলী স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা এখনও জানা যায়নি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।











