রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য অভিন্ন হলেও তা বাস্তবায়নের পথ নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, এসব ভিন্নতা আলোচনার মাধ্যমে দূর করে দ্রুতই একটি জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, “প্রথম ধাপের সংলাপের মাধ্যমে ইতোমধ্যে আলোচনার সূচনা হয়েছে। আমরা পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাব, যাতে একটি জায়গায় এসে মিলিত হওয়া যায়। কোথায় মতপার্থক্য আছে এবং কোথায় ঐকমত্য—সেসব চিহ্নিত করে অগ্রসর হওয়াই আমাদের লক্ষ্য।”
সংলাপের কিছু টেকনিক্যাল দিক এবং রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “স্প্রেডশিটের কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়া দরকার। তখনই বোঝা যাবে—কমিশনের অবস্থান কী এবং রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি কোথায় অবস্থান করছে। এই প্রক্রিয়ায়ই জাতীয় সনদের পথ সুগম হবে।”
আলী রীয়াজ জানান, কমিশনের মেয়াদ জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত হওয়ায় তারা চেষ্টা করছেন মে মাসের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে। এরপর দ্বিতীয় ধাপে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আলোচনার টেবিলে আমরা একে অপরের বিপরীত পক্ষ নই। আমরা সবাই একই লক্ষ্য—রাষ্ট্র সংস্কার—নিয়ে এগোচ্ছি। মতপার্থক্য থাকলেও সেটা দূর করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই। রাষ্ট্রে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যের মতোই এই প্রক্রিয়াকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।”