সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
তবে একই মামলায় গ্রেপ্তার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আপিল বিভাগের আদেশ না পাওয়া পর্যন্ত কারামুক্ত হতে পারবেন না। আপিল বেঞ্চ জানিয়েছেন, হাইকোর্টের লিখিত জামিন আদেশ পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছিল।
গত ৬ নভেম্বর, বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জামিন প্রদান করেন।
গত ২৮ আগস্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৯ আগস্ট, তাকে এবং অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মো. আবদুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।











