যুক্তরাজ্যের লুটন কাউন্সিলের ২০২৫–২৬ মেয়াদের জন্য ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি রাজনীতিক শাহানারা নাসের (মমতা)। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী, যিনি লুটন কাউন্সিলে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন।
একই বৈঠকে কাউন্সিলর এমি নিকলসকে নতুন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত মঙ্গলবার (২০ মে) লুটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র তাহমিনা সেলিমের সভাপতিত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
শাহানারা নাসের ২০২৩ সালের ৪ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে লুটনের সেইন্টস ওয়ার্ড থেকে ১,৫২৫ ভোট পেয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন।
আগামী ২০ জুন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শুরু করবেন। তিনি লুটনের পরিচিত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাবেক শিক্ষক শাহ আবু নাসের (সাজন)-এর সহধর্মিণী।
নির্বাচিত হওয়ার পর শাহানারা নাসের বলেন, “লুটন কাউন্সিলের সার্বিক উন্নয়ন এবং প্রতিটি সম্প্রদায়ের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই। এই অর্জন আমার কমিউনিটির, যারা আমাকে ভোট দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন।”
কমিউনিটিতে এই বিজয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং এটি ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।