সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ, বুধবার, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। ওই দিন তার গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে ৩ জুন গুলশান থানায় একটি মামলা দায়ের হয়। পরে, একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করে।
বাবর এই রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেছিলেন, এবং আজ সেই আপিলের শুনানির পর তাকে খালাস দেয়া হয়েছে।