চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি শহীদ আব্দুল্লাহর মায়ের সঙ্গে কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। জিসানের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এ সময় জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বই ও খেলনা উপহার দেন তারেক রহমান।
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে দলের সহানুভূতির জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ১৭ বছর বয়সী আব্দুল্লাহ বিন জাহিদ শহীদ হন। ভাইয়ের মৃত্যুর ১৪ দিনের মাথায় ছোট ভাই জিসানের ক্যান্সার ধরা পড়ে। পরিবারটি বিএনপির সহায়তায় চিকিৎসা চালিয়ে যাচ্ছে।