বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া টাঙ্গাইল সদর উপজেলার শহীদদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে আর্থিক সহযোগিতা ও উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টাবর) সকালে স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুক টাঙ্গাইল সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবাদের সদস্য এবং আহতদের মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











