হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন লাগার প্রেক্ষিতে বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফ করেছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ অক্টোবর আগুন লাগার কারণে কার্গো ভবনে ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলো অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। তাই ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেবিচককে নির্দেশ দেওয়া হয়েছে।