জোরপূর্বক পদত্যাগে বাধ্য, হেনস্তার শিকার ও বরখাস্ত হওয়া শিক্ষকদের স্বপদে পুনর্বহাল এবং বেতন-ভাতা চালুর দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের বরাবর স্মারকলিপি দিয়েছে পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকা শিক্ষা ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়। জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
দাবির মধ্যে রয়েছে:
- হেনস্তার শিকার ও পদত্যাগে বাধ্য শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখতে সরাসরি ইএফটিতে (EFT) নাম অন্তর্ভুক্ত এবং স্বপদে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি
- জোরপূর্বক অপসারণ, বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটি বাতিল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে বদলির ব্যবস্থা
- শিক্ষক কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত
- সরকারি আদেশ অমান্যকারী ভারপ্রাপ্ত প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একটি বিশেষ মহলের উস্কানিতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের হেনস্তা করা হয়েছে। এতে প্রায় দুই হাজার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন মারা গেছেন এবং পাঁচ শতাধিক শিক্ষক আহত ও অসুস্থ হয়েছেন।
সরকার ইতিমধ্যে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করলেও অনেক প্রতিষ্ঠান সেই আদেশ বাস্তবায়নে গড়িমসি করছে। শিক্ষকদের ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে না, বেতন-ভাতা চালু করা হচ্ছে না, এমনকি তাদের প্রতিষ্ঠানে প্রবেশও নিষিদ্ধ করা হচ্ছে।
জোটের পক্ষ থেকে এসব বৈষম্য দূর করে সরকারি নির্দেশ বাস্তবায়নে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে মহাপরিচালকের কাছে।