জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না। তিনি বলেন, ‘আমরা চাই পুলিশের সংস্কার হোক, পুলিশ কোনো নিরীহ মানুষের গায়ে হাত তুলবে না। কিন্তু শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার জবাব জনগণই দেবে।’
বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আবারও গণ-অভ্যুত্থান হবে।’
তিনি জানান, ৩ আগস্ট শহীদ মিনার থেকে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। কুড়িগ্রামের মানুষের অর্থনৈতিক বঞ্চনা ও বৈষম্য দূর করতে কর্মসংস্থান ও উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. আতিক মোজাহিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। পদযাত্রার অংশ হিসেবে হাজারো মানুষ নাহিদ ইসলাম ও নেতাকর্মীদের স্বাগত জানান।