শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশকে অবশ্যই আনন্দদায়ক করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য শিশুদের সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করা, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং সমাজের দক্ষ নাগরিক বানানো।
রোববার সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হলে শিশুরা পড়াশোনায় আগ্রহী হয়। প্রতিটি শিশুর মধ্যে স্বপ্ন দেখার মানসিকতা তৈরি করা জরুরি। শিশুকে ‘আমিও পারি’—এই আত্মবিশ্বাস দিতে পারলে তার শেখার আগ্রহ বহুগুণ বেড়ে যায়।
উপদেষ্টা আরও বলেন, শিক্ষকদের কাছ থেকে পাওয়া মতামত ও প্রশ্নের মাধ্যমে প্রাথমিক শিক্ষার সমস্যা ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এসব সমস্যা দূর করা গেলে প্রাথমিক শিক্ষার চিত্র বদলে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে তিনি জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং প্লেগ্রাউন্ড স্থাপনে জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন। এর আগে শনিবার তিনি সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাপঠন দক্ষতা উন্নয়ন বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।











