মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী ও মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে চতুর্থ দিনের মতো জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী।
বুধবার (৮ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এ জেরা অনুষ্ঠিত হবে। এর আগে পরপর তিন দিন একই সাক্ষীকে জেরা করেন প্রতিরক্ষা আইনজীবীরা।
সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জানান, গত জুলাই মাসে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা দেশের ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করে। তিনি আরও বলেন, ৪১ জেলার ৪৩৮টি স্থানে গণহত্যার ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাইয়ের গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল-২ এ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহেই গুমসহ বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।