মালয়েশিয়ার শ্রম অভিবাসন প্রক্রিয়ায় থাকা ‘অপ্রমাণিত অভিযোগ’গুলো পুনর্বিবেচনা ও প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে ভালো র্যাঙ্কিং পাওয়ার লক্ষ্যেই এই অনুরোধ জানানো হয়েছে।
২৩ এপ্রিল বাংলাদেশ সরকারের কাছে পাঠানো চিঠিতে মালয়েশিয়া দাবি করে, মানবপাচার ও অর্থপাচারের বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন, যা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
বর্তমানে দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ ফের চালুর আলোচনা চলছে। এর আগে দুর্নীতি ও প্রতারণার অভিযোগে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নিয়োগ স্থগিত করেছিল।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, উচ্চ খরচ, দুর্নীতি ও বিদেশে নির্যাতনের শিকার হচ্ছেন অভিবাসী শ্রমিকরা, যা মালয়েশিয়ার মানবপাচার ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে।