বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভবিষ্যৎ। শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে সুপার ফোরে খেলার স্বপ্নে বাঁচাতে পারে।
টেবিলের প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষে আছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলে তারা বিদায় নিতে বাধ্য হবে। নেট রানরেটের কারণে আফগানিস্তান কিছুটা স্বস্তিতে থাকলেও, শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া তাদের সুপার ফোর নিশ্চিত নয়।
দুই জয় নিয়ে ইতিমধ্যে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তিনটি গ্রুপ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে নেট রানরেট -০.২৭০ হওয়ায় দলটি চিন্তিত। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে হারের প্রভাব স্পষ্ট।
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে আফগানিস্তানের নেট রানরেট +২.১৫০ এবং শ্রীলঙ্কার +১.৫৪৬। আফগানরা ন্যূনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।
টি-টোয়েন্টিতে আফগানিস্তান এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ম্যাচ খেলেছে। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৫ ম্যাচ, আফগানিস্তান ৩। এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য এখনও আশা দেখাচ্ছে। তামিম ইকবাল ও সাকিব আল হাসানসহ বাংলাদেশ দল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে।