টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে উপজেলার কালমেঘা ছলংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফ আহম্মেদ (৪৫)। তিনি ওই গ্রামের আব্দুল সামাদের ছেলে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সখীপুর থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সাইফ আহম্মেদকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।