টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে দায়িত্বশীল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সখীপুর উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শুরা সদস্য আশিক মাহমুদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন সখীপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের জেলা উপদেষ্টা আতিকুল ইসলাম আতিক, এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এ সময় সখীপুর উপজেলার যুব বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় যুব নেতৃত্বের পরিচিতি ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।