টাঙ্গাইলের সখীপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় প্রেমিক রশিদ, তার বাবা আব্বাস আলী ও মা চন্দ্রা ভানুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাজাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের এক তরুণীর (৩০) সঙ্গে বাজাইল গ্রামের আব্বাস আলীর ছেলে রশিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে নোটারী পাবলিকের মাধ্যমে তাদের বিয়েও হয়।
তবে বিয়ের পর রশিদ স্ত্রীর মর্যাদা অস্বীকার করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণী স্ত্রীর দাবি নিয়ে রশিদের বাড়িতে গেলে রশিদ, তার বাবা ও পরিবারের সদস্যরা মিলে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই রশিদ ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে তাদের গ্রেফতার করে।