টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) সকালে ভুক্তভোগী নারী সখীপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার পর সখীপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। রফিকুল উপজেলার গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার ছিলিমপুর গ্রামে। শাশুড়ির সঙ্গে বিরোধের কারণে গত ১১ জুলাই রাতে কাউকে কিছু না বলে বাবার বাড়ি দেওবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে ফুঁসলিয়ে বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে তাকে হুমকিও দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।