টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বংকী পূর্বপাড়া এলাকার জহির সস্ এন্ড চানাচুর কারখানাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। অভিযান পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।
ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, “ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে একই কারখানাকে ভেজাল পণ্য উৎপাদনের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছিল।