সারাদেশে ১৫০০ কিলোমিটার সড়ক ও মহাসড়ক বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে। এসব সড়ক ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। তিনি জানান, সড়ক নির্মাণের খরচ বর্তমানে ৩০ শতাংশ বেশি হওয়ায় তা কমানোর জন্য একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে বৈঠকের পর উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “রাস্তার কারণে জনসাধারণের দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। বর্ষা শেষে সেপ্টেম্বর থেকে সংস্কারকাজ শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সংস্কারকাজ দায়সারাভাবে হবে না; গুণগত মান বজায় রাখা হবে।”
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ প্রদানের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া অটোরিকশা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার বিষয়টি বন্ধ করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফাওজুল কবির খান উল্লেখ করেন, যেসব সড়ক বন্যা বা পানিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো সংস্কারের সময় কংক্রিটের করা হবে।