টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক, প্রচার সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা মানবসম্পদ সম্পাদক আব্দুর রাজ্জাক, নাগরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি মো. আল-মামুন প্রমুখ। এ সময় উপজেলা আ্ওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী সাত দিনের মধ্যে উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতির মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।
উল্লেখ্য, ১৯ নভেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানা জুডিঃ ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায় করেন ওই ধর্ষিতার পিতা মো. সাহাবুদ্দিন (৪২)।