সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো কার্যকর হয়নি। মালিকপক্ষ নানা টালবাহানায় সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের।
এ কারণে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকার ঘোষিত ৫টি গ্রেডের মজুরি হলো: গ্রেড ১: ৩৪,১৬৮ টাকা, গ্রেড ২: ২৮,৩৮৮ টাকা, গ্রেড ৩: ২৪,০০২ টাকা, গ্রেড ৪: ২০,৯৯৩ টাকা এবং গ্রেড ৫: ১৮,০০১ টাকা। শ্রমিকদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি কারখানায় শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা, শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম স্বচ্ছ ও জোরদার করা, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করা।
মধ্যস্বত্বভোগী ও বেআইনি কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধ করা, দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিক চাটাই ও টারমিনেশন বন্ধ করা, শ্রমিকদের জন্য ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, স্বল্পমূল্যে ক্যান্টিন ও আবাসন ব্যবস্থা চালু করা, নারী শ্রমিকদের জন্য প্রসূতি কল্যাণ সুবিধাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা।
এবং ট্যানারি শিল্পে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা। কর্মবিরতির কারণে সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকরা সতর্ক করে বলেছেন, দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।