সরকার শ্রমিকদের বেতন সরাসরি দেবে না বরং মালিকদের মাধ্যমে বেতন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে তিনি এ তথ্য জানান।
ড. সাখাওয়াত হোসেন বলেন, “শ্রম খাতের সংস্কারে সরকার কার্যক্রম গ্রহণ করছে। বিশেষভাবে শ্রম আইন সংশোধনে কাজ করা হচ্ছে। সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে, যা সম্পন্ন হলে শ্রম খাতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার সর্বদা সচেতন, এবং কোনো শ্রমিক বেতনহীন থাকবে না।”
তিনি আরও যোগ করেন, নতুন ব্যবস্থায় শ্রমিকদের বেতন প্রদানের দায়িত্ব মালিকদের হাতে থাকবে, যা শ্রমিকদের নিয়মিত এবং নিরাপদ বেতন নিশ্চিতে সহায়ক হবে।