ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে ভারত থেকে জোরপূর্বক পুশইন করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রায় ১১০ জন বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, “বাংলাদেশে জোর করে, অন্যায়ভাবে ‘পুশ ইন’-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”
তিনি আরও লিখেন, “বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে যেন কোনো ধরনের দুর্বলতা না দেখানো হয় এবং আগ্রাসনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।