সরকারি চাকরিজীবীদের জন্য এবার ঈদুল ফিতরের ছুটিতে দীর্ঘ অবকাশের সুযোগ থাকছে। ঈদের আগে ও পরে মাত্র দুটি অতিরিক্ত ছুটি নিলেই টানা ১১ দিন ছুটি উপভোগ করা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে রয়েছে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৮ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় ঈদের আগে মাত্র একদিন (২৭ মার্চ) অফিস খোলা থাকবে। আবার, ঈদের সরকারি ছুটির পর ৩ এপ্রিল একদিন অফিস করলেই ৫ ও ৬ এপ্রিল (শুক্র-শনিবার) আরও দুই দিনের ছুটি মিলে ১১ দিন পর্যন্ত বিশ্রামের সুযোগ পাওয়া যাবে।
তবে সরকারি নিয়ম অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি অনুমোদন ছাড়া নেওয়া যায় না। তবে অর্জিত ছুটির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যেতে পারে।