সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করা হলে তাদের নির্ভরশীলদের কাছে জিম্মি থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।
সোমবার (৫ মে) সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে টেকসই আয় নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন শক্তিশালী ও বাস্তবসম্মত ব্যবসায়িক মডেল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।”
তিনি আরও দাবি জানান, সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করতে হবে।
সেমিনারে অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে করা রাজনৈতিক ও হয়রানিমূলক সব মামলাগুলো নির্বাহী আদেশে বাতিল করতে হবে।”
অন্যান্য অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, “যতদিন পর্যন্ত কালো টাকার মালিকরা গণমাধ্যমে প্রবেশের সুযোগ পাবে, ততদিন গণমাধ্যমের মুক্তি মিলবে না।”
তারা আরও জানান, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য পেশাগত মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি।
সেমিনারে গণমাধ্যমের কাঠামোগত সংস্কার, স্বতন্ত্র অর্থনৈতিক মডেল, ও স্বাধীন সম্পাদনা নীতির ওপরও জোর দেওয়া হয়।