বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের কণ্ঠ রোধ করে রেখেছে। সত্য সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের উপর চালানো হতো নিপীড়ন ও নির্যাতন, এমনকি হত্যার শিকারও হয়েছেন অনেকে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়ও বহু সাংবাদিক শহীদ হয়েছেন, বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৬ আগস্ট) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাব আয়োজিত কক্সবাজার আনন্দ ভ্রমণের র্যাফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যা জাতিকে আশ্বস্ত করেছে। দেশ আবার গণতন্ত্রের পথে ফিরছে। ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।