কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১৬ কোটি টাকার বাড়ি ও ৩৮ লাখ টাকার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।
এর আগে গত ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।
পরে ৩ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ৯টি ব্যাংক হিসাব ও ৩ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ৩২ লাখ টাকা মূল্যের জমি ও একটি ১৪৭৪ বর্গফুট ফ্ল্যাট জব্দ করা হয়।
গত ১১ মার্চ বাহার ও তার স্ত্রীর নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট এবং ৪টি ব্যাংক হিসাবের মোট ৩৯ লাখ ৯৫ হাজার টাকাও জব্দের আদেশ দেওয়া হয়।
দুদক সূত্র জানিয়েছে, তদন্ত চলমান থাকায় এসব সম্পদ ও হিসাব জব্দ করা হয়েছে, যা জ্ঞাত আয়বহির্ভূত বলে ধারণা করা হচ্ছে।