সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী এবং বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন। আজ শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তারা এলডিপির সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ড. কর্নেল (অব.) অলি আহমদ হাসান সারওয়ার্দীকে ফুলেল শুভেচ্ছা জানান।
চৌধুরী হাসান সারওয়ার্দী, যিনি সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাপক পরিচিতি পান, তার নেতৃত্বে আজকে পাঁচ শতাধিক সদস্য এলডিপিতে যোগদান করেন।
এছাড়া, চৌধুরী হাসান সারওয়ার্দী বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট।