ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবীতে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাসাইল ডিগ্রী কলেজের সামনে বাসাইল-টাঙ্গাইল সড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল আমিন, শুভ ভূঁইয়া, বাসাইল ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাহিদ খান, যুগ্ম-আহবায়ক অনিক খান, উপজেলা ছাত্রদলের সদস্য আজিজুল হক বিজয়, সদস্য ইমরান খান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাঈম মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য রেজুয়ান ইসলাম রিফাত, পারভেজ মিয়া প্রমুখ।