খবর বাংলা
,
ডেস্ক
জুলাই–আগস্টের গণআন্দোলনের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার নির্দেশনা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি, ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করা এবং সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুতর অপরাধের সঙ্গে তারা জড়িত। আজ ট্রাইব্যুনালে এসব অভিযোগের বিস্তারিত উপস্থাপন করবে প্রসিকিউশন।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের পক্ষে শুনানি করবেন। এর আগে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিষয়ে আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।
একই দিনে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার শুনানিও রয়েছে। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল।
এদিকে একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুইজন নিহত হওয়ার মামলায় সাক্ষ্যগ্রহণ হতে পারে আজ। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের সূচিও রয়েছে।#
তথ্য সূত্র : যমুনা টিভি











