নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে ধনকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ধনকুণ্ডা এলাকার বাসিন্দা শামীমের ছেলে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্যাং–বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটে। তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আশপাশের এলাকায় এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।