সিলেটে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন-পূর্ব গণভোটসহ পাঁচ দফা দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশ। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে এই সমাবেশ, যেখানে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজক কমিটি।
সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে মঞ্চ, ব্যানার, সাউন্ড সিস্টেমসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আট দলের শীর্ষ নেতারা।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।











