সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে একটি পথসভায় তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ, গণহত্যাকারীদের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। সীমান্তে বিএসএফের আগ্রাসন আর সহ্য করা হবে না। আর কোনো হত্যাকাণ্ড ঘটলে সীমান্তে লং মার্চ করা হবে।”
তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি—এটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। সীমান্তে কোনো পাঁয়তারা হলে আমরা নিজেরাই সীমান্ত রক্ষা করব।”
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা নতুন সংবিধান চাই। কোনো বৈষম্য চাই না। এমন বাংলাদেশ চাই, যাতে কোনো বিদেশি শক্তি আমাদের নিয়ন্ত্রণ করতে না পারে।”
সভায় দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনুভা জাবিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয় কমিটির প্রধান আলউল হক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে শহরের বিভিন্ন মোড়ে নেতারা পথসভা, শুভেচ্ছা বিনিময় এবং জেলা কার্যালয় উদ্বোধন করেন।