সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিজিবির তথ্যমতে, প্রায় প্রতিদিনই অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে রোহিঙ্গা ও ইউএনএইচসিআর কার্ডধারী শরণার্থী।
কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে এখনো কার্যকর সমাধান আসেনি। বিশেষ করে কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, ঝিনাইদহ ও পঞ্চগড় সীমান্তে এসব ঘটনা বাড়ছে। কুড়িগ্রামে রোহিঙ্গা দম্পতি মামুদ উল্লাহ ও রোমানা বেগমসহ তাদের পরিবারকে সম্প্রতি বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করে বলে বিজিবি জানিয়েছে।
চলতি মাসে এ পর্যন্ত অন্তত ৩৭০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সীমান্ত পেরিয়ে রাতের আঁধারে দেশে প্রবেশ করেছেন। সীমান্তের কাঁটাতারহীন এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি আনসার বাহিনীর সহায়তা নিচ্ছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।