বাংলাদেশে সেতু বা ব্রিজ নির্মাণে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ জন্য দ্রুত সময়ের মধ্যে একটি মানসম্পন্ন ও একক নীতিমালা তৈরি জরুরি বলে মত দিয়েছেন তারা।
সোমবার (১৯ মে) সকালে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
আলোচকরা জানান, দেশে ভবন নির্মাণের জন্য নির্দিষ্ট কোড থাকলেও সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ কিংবা পুরোনো সেতু সংস্কারের জন্য কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই।
তারা বলেন, সেতু নির্মাণে প্রকৌশল, সড়ক বিভাগ, এলজিইডি, সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে টেকসই অবকাঠামো নিশ্চিতে জাতীয় পর্যায়ে গাইডলাইন প্রণয়নের ওপর জোর দেন আলোচকরা।