নীলফামারীর সৈয়দপুরে দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানায় মালামাল চুরির ঘটনায় টিএলআর কর্মী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কারখানার ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেশিন শপের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম গত মঙ্গলবার রাতে সৈয়দপুর রেলওয়ে থানায় এ মামলা করেন। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিএলআর জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে জাবেদকে কারখানার রেল লাইনের পাশ থেকে লোহার বাবরি চুরি করতে দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে আরএনবির হাবিলদার হাসান আল মামুনসহ আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. মাহমুদ-উন নবী জানান, মামলাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনী তদন্ত করছে।