সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ও ২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভি নিউজ।
প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির তৃতীয় সৌদি সফর। এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দেশটিতে সফর করেছিলেন।
মোদির এই সফরে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরে মোদি ও সৌদি যুবরাজ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক আগ্রহের বিষয়ে মতবিনিময় করবেন।