গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে গলাকেটে হত্যার পর ফ্ল্যাটে তালা দিয়ে পালিয়ে গেছেন তার স্বামী। হত্যার পর মেয়ের বাবাকে ফোন করে তিনি বলেন, “আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কপাটিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। দম্পতি শ্রীপুরের কপাটিয়াপাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং পাশের কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে আমিনুল ইসলাম (৪০) পলাতক। তার বিরুদ্ধে আগেও স্ত্রী হত্যার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার।
নাদিরার ছোট ভাই রাজিব জানান, সকালে কাজে বের হওয়ার সময় তিনি ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতে পান। পরে বাবার ফোনে হত্যার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বোনের গলাকাটা মরদেহ উদ্ধার করেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসমত উল্লাহ জানিয়েছেন, নিহতের পাশে রক্তমাখা দা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”