মোস্তফা কামাল নান্নু : টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে আগামী ০৮ ফেব্রুয়ারি।
সম্মেলনের দিন ধার্য হওয়ার পর থেকে শুরু হয়েছে লবিং-গ্রুপিং।
কে হবেন সভাপতি-সম্পাদক?
প্রার্থীরা ধরণা দিচ্ছে উর্ধতন নেতাদের কাছে। ইতিমধ্যে সবচেয়ে আলোচনার ঝড় উঠেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার পুত্র ও সাবেক ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে ঘিরে।
তিনি তালিকাভূক্ত রাজাকার তোরাব আলী মাতাব্বরের ছেলে।
তোরাব মাতাব্বর ছিলেন শান্তি কমিটির সদস্য। তার বাড়ি এলাসিন সানবাড়ি গ্রামে।
দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ফরহাদ আলী খান জানান, তোরাব রাজাকারের ছেলে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের নেতা হয় বিষয়টি দুঃখজনক এবং লজ্জার।
সরেজমিনে জানা যায়, মোহাম্মদ আলী প্রার্থী হয়েছেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের দোয়া আশির্বাদ নিয়ে।
আলোচনার বিষয় হচ্ছে সভাপতি নিজে একজন বীরমুক্তিযোদ্ধা। একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে; রাজাকার সন্তানকে সমর্থণ দেয়ায় তৃণমূলে চলছে সমালোচনার ঝড়।
তার এই প্রার্থীতা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের নেতারা বিভিন্ন পর্যায়ে লিখিত এবং মৌখিক অভিযোগ করে আসছেন।
এলাসিন ইউনিয়ন আওয়ামী লীগর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক, সাবেক ওয়ার্ড আওয়াম লীগের সভাপতি শহিদুল ইসলাম মজনু এবং আওয়ামী লীগ নেতা মো. ফজলুর রহমান বেল্লাল সাক্ষরিত প্রতিবাদ পত্র বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।