স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুদকের মামলা করার একদিনের মধ্যেই তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে।
ডিএমপি বিজ্ঞপ্তিতে জানায়, “আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।” তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এর আগে বুধবার দুদক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করে। একইদিন বিকালেই এই মামলার অনুমোদন দেওয়া হয়। মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মোতাজ্জেরুল ইসলাম মিঠুর গ্রেপ্তারের ঘটনায় স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধে গোয়েন্দা এবং অনুসন্ধান সংস্থাগুলো সর্তক অবস্থায় রয়েছে।