নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী সংস্থা তার সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মিনারুল হত্যা মামলায় রিমান্ড দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ছয়টি মামলা চলমান রয়েছে।