খবর বাংলা ডেস্ক :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেনেডটি উদ্ধার করা হয় ওমান প্রবাসী মো. মতিউর রহমানের বাড়ি থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে একটি পরিত্যক্ত টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি দ্রুত বানিয়াচং থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা গ্রেনেডটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড (CCS-60) হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গ্রেনেডটি নিরাপদে অপসারণের জন্য বানিয়াচং ক্যাম্পের সেনাবাহিনীকে জানানো হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ইঞ্চি আকারের গ্রেনেডটি নিরাপদে সরিয়ে নেয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, কীভাবে গ্রেনেডটি ওই বাড়িতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











