খবর বাংলা
,
ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম কোথায় আছে তা জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরত। তবে বর্তমানে জানা নেই সে দেশে আছে নাকি বাইরে গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে।
তিনি বলেন, ফয়সালের বাবা, মা, স্ত্রী, শ্যালক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত দালাল চক্রকে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত ৬৯৯৮ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী ও অন্য অপরাধীদের আরও বেশি গ্রেপ্তার করার নির্দেশনা দেয়া হয়েছে।
ডিএমপি নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের নিরাপত্তার জন্য গানম্যান মোতায়েন করা হয়েছে এবং তাদের বাসায়ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া যাদের নিরাপত্তার শঙ্কা রয়েছে, তাদেরও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০ জনের মতো গানম্যান ইতিমধ্যেই দায়িত্বে আছেন। প্রয়োজনে দেশের বাইরে থাকা বিএনপি নেতা তারেক রহমানকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
পদত্যাগের গুজবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন, “পদত্যাগ করলে তো এখানে থাকতাম না।”
তথ্য সূত্র : যমুনা টিভি











