আওয়ামীপন্থী দুই নারী আইনজীবী সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ও তাসলিমা ইয়াসমিন দীপা হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, ৬ এপ্রিল একই মামলায় আওয়ামীপন্থী ৮১ আইনজীবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের মধ্যে ২০ জনের জামিন মঞ্জুর হলেও ৬৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখন জামিন না পেয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান ফরিদা ও তাসলিমা।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হয়ে সশস্ত্র অবস্থায় বোমা বিস্ফোরণ ও স্লোগানের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় এক আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে গুলি ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এছাড়া ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি ১৪৪ জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।