আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়বেন না ঘোষণা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে, শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও আদালতে উপস্থিত না হওয়ায় এবং ফেসবুকে ভিডিও বার্তা দেওয়ায় ট্রাইব্যুনাল তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত হাজির হওয়ার নির্দেশ দেন।
জেড আই খান পান্না গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান।
কয়েক দিন পর, ২৭ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, “যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।”
এ ঘটনায় ট্রাইব্যুনাল জ্যেষ্ঠ আইনজীবীর প্রতি তার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।











