টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্বের সর্বাধিক গম্বুজ বিশিষ্ট “২০১ গম্বুজ মসজিদ”-সংলগ্ন নির্মাণাধীন মার্কেট ভবনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের অধীনে নির্মিত ওই ভবনে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আগুন দেয় বলে জানা গেছে।
কল্যাণ ট্রাস্টের সদস্য মাওলানা হুমায়ূন কবির জানান, রাতে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে ভবনের দোতলায় আগুন ধরিয়ে দেয়। সেখানে কাপড়ের ছাউনি টানিয়ে চা ও কফি বিক্রি করা হতো। ভবনের পূর্ব পাশে ডাল চাষের জন্য রাখা ভুষির বস্তাগুলো কাঠ ও বাঁশ জড়ো করে সারি করে রাখা হয় এবং সেগুলোকেই লক্ষ্য করে আগুন দেওয়া হয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
সোমবার (২০ অক্টোবর) ফজরের নামাজের সময় মুসল্লিরা আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা জানান, সময়মতো আগুন না দেখতে পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমার ধারণা, কেউ শত্রুতাবশত এই আগুন লাগিয়েছে। মহান আল্লাহ সব দেখেন, আমি তাঁর কাছে দোয়া করি, যেন তিনি নিজ গুণে আমাদের রক্ষা করেন।”
স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। এ বিষয়ে প্রশাসনের তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।