চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বন্দরে নতুন বে টার্মিনাল সম্পূর্ণভাবে কার্যক্রমে যাবে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।
সোমবার (৩ নভেম্বর) চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে “জেনারেল মার্কেট এনগেজমেন্ট কনফারেন্স ফর দ্যা বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট” বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় দেশি ও বিদেশি ঠিকাদারদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বন্দর ব্যবহারকারীরা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ব্রেক ওয়াটার, ড্রেজিং এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা দ্রুত সরবরাহ করা উচিত।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৫ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় নগরীর উত্তর হালিশহরের আনন্দবাজার এলাকায় সাগরের ব্রেক ওয়াটার, নেভিগেশন চ্যানেল, রেল ও সড়কসহ সমস্ত প্রয়োজনীয় অবকাঠামো ও পরিষেবা নির্মাণ করা হবে।











